পটুয়াখালী জেলা কারাগারে শাজিদুল ইসলাম (৪২) নামে এক কারারক্ষীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
কারাগার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ৭টা ৩০ মিনিটে রোল কলের সময় শাজিদুল ইসলামকে উপস্থিত না পেয়ে সহকর্মীরা তার খোঁজ নিতে শুরু করে।
এক পর্যায়ে তারা ব্যারাকে গিয়ে তার কক্ষের দরজা বন্ধ দেখতে পান। সন্দেহ হলে দরজা খুলে ভেতরে প্রবেশ করে তারা তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে তারা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান।
তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে তারা ধারণা করা হচ্ছে, ঈদের ছুটির জন্য আবেদন করলে তা না মঞ্জুর করাএবং উপরন্তু গালিগালাজের শিকার হওয়ায় মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন।
তবে বিষয়টি নিশ্চিত হতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ সাংবাদিকদের বলেন, শাজিদুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়টি শুনেছি।
বর্তমানে তার পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
https://slotbet.online/