• বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজারহাট মহিলা ডিগ্রী কলেজের সভাপতি হলেন আইনজীবী ইয়াকুব আলী ১৫ আগস্ট থেকে কার্যকর: একজন গ্রাহক সর্বোচ্চ ১০ টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন ভারী বর্ষণে পটুয়াখালী শহরের অধিকাংশ এলাকা পানির নিচে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা সাতক্ষীরায়‎ (টিআরসি) পদে নিয়োগ প্রাপ্তদের ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রাক্কালে পুলিশ সুপারের ব্রিফিং অনুষ্ঠিত জাপার নতুন মহা-সচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী নাটোরের বড়াইগ্রামে গ্লোবাল টিভির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নওগাঁ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশী যুবক নিহত জল্পনা কল্পনার অবসান শেষ: পাইকগাছার নাছিরপুরখাল উন্মুক্ত পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফল উৎসব-২০২৫ অনুষ্ঠিত
নোটিশ
মুক্ত বাংলাদেশ পরিবারে স্বাগতম

রাজশাহীর আলোচিত মকবুল হত্যা মামলার ৫ আসামি কক্সবাজার থেকে গ্রেফতার

মুক্ত বাংলাদেশ / ২১০ বার পঠিত হয়েছে
প্রকাশ : রবিবার, ১১ মে, ২০২৫

‎রাজশাহী দুর্গাপুর উপজেলার  আমগ্রাম এলাকায় বিয়ের দাবীতে নারীর অবস্থানকে কেন্দ্র করে সংঘর্ষে আলোচিত মকবুল হত্যা মামলার ৫ আসামীকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

‎র‌্যাব-১৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ মে ভোর ৪ টার দিকে কক্সবাজার সদর থানাধীন সুগন্ধা লাইট হাউজপাড়া এলাকায় অভিযান চালিয়ে  এজাহারভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো আলামিন (৩৫), শহিদুল ইসলাম (২৫), শাহাবুর (৩০), রিপন (২৫) ও মেহেদী হাসান ওরফে বাটুল (২২) গ্রেফতারকৃত সকলেই উপজেলার তরিপতপুর গ্রামের বাসিন্দা। অভিযানে এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ডও উদ্ধার করা হয়।

‎র‌্যাব জানিয়েছে, পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আাসামীদের দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

‎উল্লেখ্য, গত  ১৩ এপ্রিল এক নারী পরকীয়ার জেরে প্রেমিক ইসমাইলের বাড়িতে বিয়ের দাবীতে অবস্থান করে। বিষয়টি নিয়ে গ্রামে উত্তেজনা দেখা দিলে স্থানীয়ভাবে সালিশ ডাকা হয়। সালিশকে কেন্দ্র করে গ্রামে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। নিহত মকবুল হোসেন সালিশে মধ্যস্থতার চেষ্টা করলে, আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

‎পরদিন ১৪ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে আমচত্ত্বর মোড়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসামিরা মকবুল হোসেনের উপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন মকবুল হোসেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর থেকে আসামীরা পলাতক ছিলেন।

‎এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আসামীদের অবস্থান নিশ্চিত করা হয়। এরপর রবিবার (১১ মে)  কক্সবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/