• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ
ডিবি পুলিশের অভিযানে চাঁদপুর থেকে পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাক মেইলের মাধ্যমে অর্থ দাবির অভিযোগ যুবক গ্রেফতার বরগুনায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকায় ১২ জনের বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা অনুষ্টিত দায়িত্বহীনতার কোন সুযোগ সাংবাদিকতায় নেইঃ বিচারপতি এ কে এম আব্দুল হাকিম রুপসা বাসস্ট্যান্ড ক্যাম্প পুলিশের অভিযানে গাঁজা সহ গ্রেফতার-২ সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ জেলার পুরস্কার লাভ করেছে মৌলভীবাজার জেলা পুলিশ রাজবাড়ী সদর থানায় চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম পিরোজপুরে যুবক অপহরণ মামলায় ৩ জনের ১০ বছরের সশ্রম কারাদন্ড সাতক্ষীরায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি আব্দুল হাকিমকে ফুলেল শুভেচ্ছা ঈদুল আজহা সামনে রেখে আজ থেকে টিসিবির ভোগ্য পণ্য বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে
নোটিশ
মুক্ত বাংলাদেশ পরিবারে সংবাদদাতা নিয়োগ চলছে! আগ্রহীরা বিস্তারিত জানতে কল- ০১৮১৫৬৭৯৫২৩

রাজশাহীর আলোচিত মকবুল হত্যা মামলার ৫ আসামি কক্সবাজার থেকে গ্রেফতার

মুক্ত বাংলাদেশ / ১০২ বার পঠিত হয়েছে
প্রকাশ : রবিবার, ১১ মে, ২০২৫

‎রাজশাহী দুর্গাপুর উপজেলার  আমগ্রাম এলাকায় বিয়ের দাবীতে নারীর অবস্থানকে কেন্দ্র করে সংঘর্ষে আলোচিত মকবুল হত্যা মামলার ৫ আসামীকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

‎র‌্যাব-১৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ মে ভোর ৪ টার দিকে কক্সবাজার সদর থানাধীন সুগন্ধা লাইট হাউজপাড়া এলাকায় অভিযান চালিয়ে  এজাহারভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো আলামিন (৩৫), শহিদুল ইসলাম (২৫), শাহাবুর (৩০), রিপন (২৫) ও মেহেদী হাসান ওরফে বাটুল (২২) গ্রেফতারকৃত সকলেই উপজেলার তরিপতপুর গ্রামের বাসিন্দা। অভিযানে এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ডও উদ্ধার করা হয়।

‎র‌্যাব জানিয়েছে, পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আাসামীদের দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

‎উল্লেখ্য, গত  ১৩ এপ্রিল এক নারী পরকীয়ার জেরে প্রেমিক ইসমাইলের বাড়িতে বিয়ের দাবীতে অবস্থান করে। বিষয়টি নিয়ে গ্রামে উত্তেজনা দেখা দিলে স্থানীয়ভাবে সালিশ ডাকা হয়। সালিশকে কেন্দ্র করে গ্রামে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। নিহত মকবুল হোসেন সালিশে মধ্যস্থতার চেষ্টা করলে, আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

‎পরদিন ১৪ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে আমচত্ত্বর মোড়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসামিরা মকবুল হোসেনের উপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন মকবুল হোসেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর থেকে আসামীরা পলাতক ছিলেন।

‎এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আসামীদের অবস্থান নিশ্চিত করা হয়। এরপর রবিবার (১১ মে)  কক্সবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/