পটুয়াখালীতে চান মিয়া নামের এক মাদক কারবারীকে দোষী সাব্যস্থ হওয়ায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার পটুয়াখালী জেলা স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক মোঃ ইকবাল হোসেন এই আদেশ দেন।
রাষ্ট্র পক্ষে এই মামলা পরিচালনাকারী পটুয়াখালী জেলা স্পেশাল পিপি আইনজীবী মোঃ রুহুল আমিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্ত চান মিয়া পটুয়াখালীর দুমকি উপজেলার কার্তিকপাশা গ্রামের আমির হোসেন শরীফের পুত্র।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৪ জুলাই র্যাব-৮ সদস্যরা দুমকির কার্তিকপাশা গ্রওামের চান মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তার বসতঘর থেকে ৯৪ পিস ইয়াবা সহ চান মিয়াকে গ্রেফতার করে।
এ ঘটনায় র্যাব-৮ এর ডিএডি মিজানুর রহমান বাদী হয়ে দুমকি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। গ্রেফতার চান মিয়াকে একজন মাদক কারবারী বলে উল্লেখ করা হয়।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পটুয়াখালী জেলা স্পেশাল পিপি আইনজীবী মোঃ রুহুল আমিন রেজা জানান, এই মামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)টেবিল ৯(খ) ধারায় আসামি চানমিয়াকে দোষী সাব্যস্থ হওয়ায় আসামির উপস্থিতিতে তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
https://slotbet.online/