ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার দুপুরে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে। তিনি থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে উপস্থিত ছিলেন, তখন ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।
নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় অভিযোগ রয়েছে। এই মামলায় তাকে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
এই মামলায় আরও ১৬ জন চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পীকে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিক, জায়েদ খান ও আজিজুল হাকিম রয়েছেন।
https://slotbet.online/