কুমিল্লার তিতাসে যৌথ বাহিনীর অভিযানে আড়াই কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার রাত আড়াই টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বলরামপুর ইউনিয়নের বড় গাজীপুর বাজারের পূর্ব পাশে থানা পুলিশ ও যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে গাজীপুর গ্রামের আবদুল মোর্শেদের পুএ মোঃ মোশারফকে (২৮) এবং মৃত হজরত আলীর পুএ আবদুল মোর্শেদকে (৬৫) আড়াই কেজি গাঁজাসহ আটক করা হয়।
আটককৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।গ্রেফতারকৃত আসামী মোশারফ ও মোর্শদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিরাচাধীন রয়েছে।
তিতাস থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) শহিদ উল্যাহ জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
https://slotbet.online/