• বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজারহাট মহিলা ডিগ্রী কলেজের সভাপতি হলেন আইনজীবী ইয়াকুব আলী ১৫ আগস্ট থেকে কার্যকর: একজন গ্রাহক সর্বোচ্চ ১০ টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন ভারী বর্ষণে পটুয়াখালী শহরের অধিকাংশ এলাকা পানির নিচে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা সাতক্ষীরায়‎ (টিআরসি) পদে নিয়োগ প্রাপ্তদের ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রাক্কালে পুলিশ সুপারের ব্রিফিং অনুষ্ঠিত জাপার নতুন মহা-সচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী নাটোরের বড়াইগ্রামে গ্লোবাল টিভির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নওগাঁ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশী যুবক নিহত জল্পনা কল্পনার অবসান শেষ: পাইকগাছার নাছিরপুরখাল উন্মুক্ত পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফল উৎসব-২০২৫ অনুষ্ঠিত
নোটিশ
মুক্ত বাংলাদেশ পরিবারে স্বাগতম

ভারতের নিষেধাজ্ঞায় অর্ধেকে নেমে এসেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরের রপ্তানি বাণিজ্য

বিশেষ প্রতিনিধিঃ / ১১৭ বার পঠিত হয়েছে
প্রকাশ : সোমবার, ১৯ মে, ২০২৫

‎ভারত সরকারের নতুন নিষেধাজ্ঞার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি অর্ধেকে নেমে এসেছে। দ্বিতীয় দিনের মতো রপ্তানি কার্যক্রমে বড় ধরনের ধ্বস নেমেছে।

হিমায়িত মাছ, ভোজ্যতেল ও পাটের তৈরি রশি ছাড়া অন্য কোনো পণ্য রপ্তানি হয়নি।

‎আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন এই বন্দর দিয়ে ভারতের ‘সেভেন সিস্টারস’ খ্যাত রাজ্যগুলোতে ১২ ধরনের পণ্য রপ্তানি হতো। এর মধ্যে রয়েছে হিমায়িত মাছ, শুঁটকি, ভোজ্যতেল, তোলা বর্জ্য, প্লাস্টিক পণ্য, পিভিসি সামগ্রী, প্রক্রিয়াজাত খাবার ইত্যাদি।

‎স্থলবন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন, নিষেধাজ্ঞার আওতায় পড়া অধিকাংশ পণ্যই এ বন্দর দিয়ে রপ্তানি হতো। এতে প্রতিদিন গড়ে ৩০-৪০ লক্ষ টাকার পণ্য রপ্তানি ব্যাহত হচ্ছে।

‎ব্যবসায়ী আবু সুফিয়ান বলেন, “নিষেধাজ্ঞার আওতায় আসা ছয়টি পণ্যের মধ্যে চারটিই আখাউড়া বন্দর দিয়ে রপ্তানি হতো। গার্মেন্টস ও ফার্নিচার বাদে বাকি পণ্য এই বন্দরেই গুরুত্ব রাখে। এখন বড় ধরনের লোকসানের মুখে পড়েছি।”

‎আরেক ব্যবসায়ী রাজিব ভূঁইয়া বলেন, “নিষেধাজ্ঞার ফলে প্রতিদিন ৩০-৪০ লাখ টাকার রপ্তানি আয় কমে যাচ্ছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এ সমস্যার দ্রুত সমাধান কামনা করছি।”

‎এব্যাপারে আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, “নিষেধাজ্ঞার প্রভাবে রপ্তানি কার্যক্রম অর্ধেকে নেমে এসেছে। আজ (রোববার) নিষিদ্ধ পণ্যগুলোর কোনো চালান বন্দরে আসেনি।”

‎বন্দর সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ৪২৭ কোটি ৮৮ লাখ টাকার পণ্য রপ্তানি হয়। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে এ আয় দাঁড়িয়েছে ৪৫৩ কোটি টাকা।

‎এর আগে শনিবার (১৭ মে) ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধুমাত্র নবসেবা ও কলকাতা সমুদ্রবন্দর ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানি করা যাবে।

পাশাপাশি ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামে স্থল কাস্টমস স্টেশন বা আইসিপির মাধ্যমে ফল, ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাবার, প্লাস্টিক পণ্য, সুতা, সুতার উপজাত এবং আসবাবপত্র আমদানি নিষিদ্ধ করা হয়েছে।

‎এই নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্দা ও ফুলবাড়ী শুল্ক স্টেশনেও প্রযোজ্য হবে বলেও জানা যায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/