খুলনার রূপসা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমানের নির্দেশে রুপসা থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনসহ একাধিক মামলার আসামি রাঙ্গু সোহেল (৩৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
সে রুপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র। পুুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আইচগাতি ইউনিয়নের ঠান্ডার বাগান এলাকায় অভিযান চালিয়ে রাঙ্গু সোহেল কে গ্রেফতার করা হয়।
সোহেল গ্রেফতারী পরোয়ানা নিয়ে পলাতক ছিল। তার বিরুদ্ধে রূপসা ও খুলনা সদর থানায় একাধিক মামলা রয়েছে।গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
https://slotbet.online/