খুলনার রূপসা থানাধীন বাসস্ট্যান্ড ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রূপসা থানার বাগমারা গ্রাম এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলো
বেল্লাল শেখের পুত্র মোঃ হালিম শেখ (৪০) ও মৃত ওহাব হাওলাদারের মেয়ে ডলি আক্তার (৩৭)।এ সময় তাদের হেফাজত হতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশজানায়, মোঃ হালিম শেখ ও ডলি আক্তার পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজেদের হেফাজতে রাখতো এবং সুবিধাজনক সময়ে এগুলো বিক্রি করতো।
এই ঘটনায় রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
https://slotbet.online/