খুলনার রুপসায় স্ত্রীর পরকীয়ার জেরে আবদার শেখ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভবানীপুর গ্রামের মনি শেখ বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরে তার স্ত্রীকে একই এলাকার আবদার শেখের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পায়।
এ সময় ক্ষোভে তিনি দা দিয়ে আবদারকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। আবদারের মৃত্যু নিশ্চিতের পর লাশটি বস্তায় ভরে বাড়ির পেছনে ফেলে দেয় মনি। এ সময় তার স্ত্রীকেও কুপিয়ে জখম করে। নারীর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে মনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ওই নারীকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠান স্থানীয় বাসিন্দারা।
রুপসা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহার করা ধারালো দা উদ্ধার করা হয়েছে। মনিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
https://slotbet.online/