• বুধবার, ২৮ মে ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার-১ কোরবানি বাধ্যতামূলক কাদের জন্য রাজধানীর মিরপুরে প্রকাশ্য ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই কুষ্টিয়া থেকে দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেফতার কুড়িগ্রামের রৌমারীতে অবৈধ পুশইনকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা নাটোরের বড়াইগ্রাম মাটি চাপা পড়ে মোস্তাকিম নামের এক শিশুর মৃত্যু সাইলো ঠিকাদার শ্রমিক ইউনিয়নের নির্বাচনঃ সভাপতি ইকবাল ও মনিরুল সম্পাদক যশোরে ফেনসিডিল মামলায় নারী মাদক কারবারির ১০ বছরের কারাদণ্ড নাইক্ষ্যংছড়িতে ডাকাত দলের ফেলে যাওয়া ১ টি দেশীয় বন্দুক উদ্ধার রাজধানীর মধ্য বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা সাধন নিহত
নোটিশ
মুক্ত বাংলাদেশ পরিবারে সংবাদদাতা নিয়োগ চলছে! আগ্রহীরা বিস্তারিত জানতে কল- ০১৮১৫৬৭৯৫২৩

কিশোরগঞ্জের ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুস সাকিবকে সামাজিক ও পেশাগতভাবে হয়রানি করতে কুচক্রী মহলের ষড়যন্ত্র

মুক্ত বাংলাদেশ / ১৯২ বার পঠিত হয়েছে
প্রকাশ : রবিবার, ২৫ মে, ২০২৫

‎কিশোরগঞ্জ জেলার ভৈরব সার্কেলের সুযোগ্য সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ নাজমুস সাকিবকে সামাজিক ও পেশাগতভাবে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যাচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি কুচক্রী মহল।

বাংলাদেশ পুলিশের একজন মেধাবী, সৎ ও পেশাদার কর্মকর্তা হিসেবে তাঁর প্রতি এই অপচেষ্টা প্রশাসনিক মহলে তীব্র নিন্দার জন্ম দিয়েছে।

৩৪তম বিসিএস (পুলিশ ক্যাডার) থেকে উত্তীর্ণ মোঃ নাজমুস সাকিব দীর্ঘদিন ধরেই পেশাগত দক্ষতা, সততা ও কঠোর পরিশ্রমের জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীতে প্রশংসিত হয়ে আসছেন।

ভৈরব সার্কেলে দায়িত্বগ্রহণের পর থেকে তিনি অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে শতাধিক পরোয়ানা নিষ্পত্তি, উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার এবং বহু ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের মাধ্যমে তিনি কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে স্বীকৃতি লাভ করেন।

এছাড়া, জানুয়ারি ২০২৫-এ সিআইডি ও ডিটিএস কর্তৃক আয়োজিত ১১২তম “এইড টু গুড ইনভেস্টিগেশন” কোর্সে প্রশিক্ষণ শেষে তিনি সারাদেশে প্রশিক্ষণার্থীদের মধ্যে ৩য় স্থান অর্জন করেন, যা তাঁর পেশাগত নৈপুণ্যের আরেকটি প্রমাণ।

বিশ্লেষকদের মতে, তাঁর এই ধারাবাহিক সফলতা কিছু স্বার্থান্বেষী মহলকে অস্বস্তিতে ফেলেছে। ফলে তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অপপ্রচারের মাধ্যমে হেয় করার অপচেষ্টা চলছে। বিভিন্ন মনগড়া অভিযোগ এবং বিকৃত তথ্যের মাধ্যমে তাঁর ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্যত হয়েছে ওই মহলটি।

স্থানীয় সচেতন নাগরিকরা এই ষড়যন্ত্রের নিন্দা জানিয়ে বলেন, “এএসপি নাজমুস সাকিব একজন নিষ্ঠাবান ও জনবান্ধব কর্মকর্তা। তাঁর বিরুদ্ধে মিথ্যাচারমূলক প্রচারণা আইনশৃঙ্খলা ও ন্যায়বিচারবিরোধী একটি ঘৃণ্য কাজ।”

‎এএসপি সাকিব নিজেও এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমি দেশের আইন ও জনগণের সেবায় নিয়োজিত। এসব অপপ্রচার আমার মনোবল ভাঙতে পারবে না। আমি দায়িত্ব পালনে সর্বদা সত্য ও ন্যায়ের পথে থাকব।”

তিনি আরো জানান, দৈনিক যুগান্তর পত্রিকার ২১ মে-২০২৫ অনলাইন সংস্কারে প্রকাশিত “বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে মামলা”  প্রকাশিত সংবাদে যে সকল ঘটনা উল্লেখ করা হয়েছে তা আদৌ সত্য নয়, বরং মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক।ফেসবুক গ্রুপ থেকে তাকে চিনতাম কিন্তু তার সঙ্গে কোনো দিন আমার দেখা-সাক্ষাৎ হয়নি। তাকে আমি চিনিও না। মামলায় উল্লেখ করা হয়েছে গত ৪ এপ্রিল ওই নারী আমার বাসায় অবস্থান করেছেন, আমি তার সঙ্গে শারীরিক মেলামেশা করেছি যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।  এদিন আমার বাসায় স্ত্রী ছিল এবং আমি আমার কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে রাতে বাসায় ছিলাম না। ওই নারী ঢাকায় চাকরি ও বসবাস করেন। ঢাকায় আমার কোনো বাসা নেই। আমাকে সামাজিক ও পেশাগতভাবে হয়রানি করা এবং অন্যায় ক্ষতিগ্রস্ত করতেই এ মিথ্যা  মামলাটি দায়ের করেছেন। আমি আইনিভাবে লড়ব, ঘটনা তদন্ত করলেই প্রমাণ হবে তার অভিযোগটি অসত্য ও মিথ্যা। সামাজিক ভাবে আমার মান সম্মান ক্ষুন্ন করতেই মিথ্যা মামলাটি করেছেন ওই নারী। আমি প্রকাশিত সংবাদের জোর প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে সাংবাদিক ভাইদেরকে সত্য ঘটনা উদঘাটন পূর্বক সংবাদ প্রকাশ এবং মিথ্যা সংবাদ পরিহার করার জোর দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/