কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৯ নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে।
বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে তিনটার দিকে কাশিপুর সীমান্তের ৯৪৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয়া হয়। পরে কাশিপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ওই ৯ জনকে উদ্ধার করে দুপুরে ফুলবাড়ী থানায় হস্তান্তর করেন।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহিদ জানান, ভারতীয় খেতাবের কুটি ও ঝিকরী ক্যাম্পের মধ্যবর্তী এলাকা দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে। পরে টহলরত বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করেন এবং থানায় হস্তান্তর করেন।
পুশইন হওয়া ৯ জনের পরিচয় হলো বাইদুল ইসলাম (৬৫), তার স্ত্রী মোছা: আমিরন বেগম (৪৫), মেয়ে রুমি খাতুন (২০), জামাতা আপেল (২৯), নাতি হৃদয় (৩), মোছা: মিনা বেগম (৩০), তার স্বামী জয়নাল আবেদীন, মেয়ে জুই (১০), মীম (৭) এবং নুর হামিদ (৭), পিতা আমিনুল ইসলাম। এদের সকলের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা বজরের খামার গ্রামে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, দুপুরে বিজিবি পুশইন হওয়া ৯ জনকে উদ্ধার করে থানায় হস্তান্তর করে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) এন্ট্রি করা হয়েছে।
পরে সকলের পরিচয় নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের জিম্মায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
https://slotbet.online/
jusl3e
5yvu3y
2jsbkg
tjgkro
0ylghs
l9he70
16tbq9
8xr6f4