• শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: মিয়া গোলাম পরওয়ার হাতীবান্ধা পুলিশের অভিযান: ১ কেজি গাঁজা সহ মহিলা গ্রেফতার খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার ডুমুরিয়ার মুহাম্মদ আল-আমিন দূর্নীতি করেই কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কে এই রেদোয়ান? ঢাকা মেট্রোপলিটন পুলিশের জুলাই-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি হলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ সহ ৭ কর্মকর্তা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ‎নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ চিত্রশিল্পী সুলতানের ১০১ তম জন্মদিন পাইকগাছায় তালগাছ রোপন কর্মযজ্ঞের উদ্বোধন করলেন বাংলাদেশ সংবাদ সংস্থার সুযোগ্য চেয়ারম্যান আনোয়ার আলদীন
নোটিশ
মুক্ত বাংলাদেশ পরিবারে স্বাগতম

বাংলাদেশ কেন্দ্রীয় খাদ্য পরিবহন ঠিকাদার এসোসিয়েশনের মেয়াদ উত্তীর্ণ কমিটির বিরুদ্ধে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

বিশেষ প্রতিনিধি / ২৬৮ বার পঠিত হয়েছে
প্রকাশ : বুধবার, ৪ জুন, ২০২৫

বাংলাদেশ কেন্দ্রীয় খাদ্য পরিবহন ঠিকাদার এসোসিয়েশন (রেজি: বি-১৯১০)-এর মেয়াদোত্তীর্ণ ও অবৈধ কমিটির বিরুদ্ধে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ এবং এক দশক ধরে কোনো নির্বাচন না দিয়ে অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার অভিযোগ উঠেছে।

বিশ্বস্ত সূত্র জানায়, ২০১৫ সাল থেকে ২০২৫ সালের ৫ আগস্ট পর্যন্ত কোনো নির্বাচন ছাড়াই বর্তমান কমিটি কার্যক্রম চালিয়ে আসছে, যা সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্থী।

এই দীর্ঘ সময়ে প্রতি মাসে সদস্যপ্রতি ২০০ টাকা করে চাঁদা আদায়ের মাধ্যমে সংগৃহীত হয়েছে প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকা। তদুপরি, প্রতি তিন মাস অন্তর কাজের মেয়াদ বাড়ানোর অজুহাতে ৬৪০ জন সদস্যের কাছ থেকে ৩ হাজার টাকা করে চাঁদা আদায় করে আরও প্রায় ৭ কোটি ৬৮ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে।

এছাড়াও, ফ্ল্যাট বা প্লট দেওয়ার প্রলোভন দেখিয়ে সদস্যদের কাছ থেকে আরও ৩০ থেকে ৩৫ কোটি টাকা আদায়ের অভিযোগ রয়েছে। এসব টাকার সুনির্দিষ্ট হিসাব খাদ্য অধিদপ্তরের চলাচল শাখায় সংরক্ষিত আছে বলেও জানা গেছে।

অভিযোগ রয়েছে, সংগঠনের সাধারণ সম্পাদক কাজী সাইদুর রহমান, কোষাধ্যক্ষ হারুন অর রশিদসহ কয়েকজন নেতা পারস্পরিক যোগসাজশে এই অর্থ আত্মসাৎ করেছেন। নির্বাচন বা হিসাব চাওয়ায় সদস্যদের হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং কাজ বাতিলের ভয় দেখানো হতো।

এছাড়াও, অভিযোগ উঠেছে যে অবৈধ কমিটির অধিকাংশ সদস্য রাজনৈতিক ছত্রছায়ায় থেকে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করে আসছিলেন। তারা নাকি প্রকাশ্যে বলতেন, “যতদিন সরকার থাকবে, আমরাও ক্ষমতায় থাকবো, কোনো নির্বাচন হবে না।”

অবশেষে, সাধারণ ঠিকাদারদের প্রতিবাদের মুখে ২০২৫ সালের ৭ মে সিদ্ধিরগঞ্জে এক পরামর্শ সভার মাধ্যমে ৩৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মোঃ আবদুল হাই রাজুকে আহ্বায়ক ও মোঃ জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব করা হয়।

নতুন এই কমিটি আত্মসাৎ হওয়া অর্থ ফেরত, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং একটি স্বচ্ছ, গণতান্ত্রিক সংগঠন গঠনের প্রতিশ্রুতি দিয়েছে।

সাধারণ সদস্যরা দ্রুত সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সাধারণ সম্পাদক কাজী সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে নিজের অসুস্থতার অজুহাত দেখিয়ে কথা বলা বন্ধ করে দেন।

কোষাধ্যক্ষ হারুন অর রশিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর

সাম্প্রতিক মন্তব্যসমূহ

https://slotbet.online/