কুমিল্লায় গত ৩ দিনে ৪ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এদের মধ্য ৩ জন পুরুষ বাকি ১ জন নারী বলে বিষয়টি শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আলী নূর বশির।
কুমিল্লা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্তরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার বঙ্গপুসকুরুনী গ্রামের এক বৃদ্ধ (৭০), নগরীর উজিরদিঘির পার এলাকার এক নারী (৩০), জেলার বুড়িচং উপজেলার এক পুরুষ (৩৮) এবং আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার এক পুরুষ (৩৯) ।
গত ৩ দিনে কুমিল্লায় ১৩ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা শেষে তাদের মধ্যে ৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে।
আক্রান্তদের মধ্যে ১জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ২জন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি ১ জন রোগী নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
https://slotbet.online/