টাঙ্গাইলের পল্লীতে পানিতে পড়ে তিনজন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।শনিবার টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিন শিশুরা হলো জেলার উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর মধ্যপাড়া গ্রামের রফিকুল ইসলামের পূত্র সোয়ায়ির (শরিফ) এবং আমিনুল ইসলামের পুত্র আরাফাত (৪) এবং পাশ্ববর্তী উপজেলা মধুপুরের চরপাড়া গ্রামের ফারুক হোসেনের পুত্র আব্দুল্লাহ।
পুলিশ জানায়,প্রতিদিনের মতো ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর মধ্যে পাড়া গ্রামের রফিকুল ইসলামের ৩ বছরের শিশু পুত্র সোয়ায়িব এবং পার্শ্ববর্তী মধুপুর উপজেলার আমিনুল ইসলামের (৪) বছরের পুত্র আরাফাত দুজনে ভোর বেলায় ঘর থেকে বের হয়ে খেলতে যায়।
নিহত শিশু সুয়ায়িবের মা শিশুকে খোঁজাখুঁজি শুরু করলে এক পর্যায়ে সকাল ৮ টার দিকে বাড়ির পাশের ডোবায় পড়ে থাকতে দেখতে পান।
খেলতে খেলতে পানিতে পড়ে মৃত্যুবরন করে। সকালে পানিতে ভাসতে থাকা দেখে শিশু শরিফের মা চিৎকার করে উঠে। তখন সবাই মিলে তার লাশ উদ্ধার করি।
ধনবাড়ী উপজেলার মমিনপুর গ্রামের দুই শিশু শনিবার সকালে বাড়ির পাশে পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
এ ছাড়া বিকেলে একই উপজেলার পাশাপাশি মধুপুর উপজেলার আরেক শিশুর বাড়ির পাশে পুকুরে পানিতে পড়ে মারা যায়।
https://slotbet.online/