আজ রবিবার ১৫ জুন বিশ্ব বায়ু দিবস-২০২৫। বাস্তব জীবনে বায়ুকে কীভাবে ব্যবহার যোগ্য করে তোলা যায়, সেই লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য প্রতিবছর ১৫ই জুন বিশ্ব বায়ু দিবস উদযাপন করা হয়ে থাকে।
আজ থেকে বহু বছর আগে মিশরের নীল নদীতে নৌকা চালানোর জন্য কিছু বায়ু কল ব্যবহার করা হয়েছিল।
সেই প্রথম বায়ু শক্তিকে কাজে লাগিয়ে কোনো কাজ করেছিল মানুষ। এরপর ২০০ খ্রিস্ট পূর্বাব্দে চীনে বায়ু চালিত পানির পাম্প তৈরি করা হয়।
এই মেশিনটি তৈরি করার পর খুব কম সময়ে এবং খুব কম পরিশ্রমে ক্ষেতে পানি দেওয়ার কাজ করা যেত।
খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে আলেকজান্দ্রিয়ার হেরন উইন্ডহুইল তৈরি করেছিলেন, যা প্রথম বায়ু চালিত চাকা ছিল। চাকাটিতে একটি ছোট্ট উইন্ড মিল ছিল, যা চাকাটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করত।
এই আবিষ্কারটি ভীষণ জনপ্রিয় একটি যন্ত্র হিসেবে পরিচিতি পায় সারা বিশ্ব জুড়ে।
১৮০০ দশকের শেষের দিকে এবং ১৯০০ দশকের প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক আকারে এই যন্ত্রটি ব্যবহার করা হয়। ১৯৭০– এর দশকে তেলের ঘাটতির কারণে বায়ু শক্তিকে কাজে লাগানো হয় ব্যাপক হারে।
আর তখন থেকেই শুরু হয় বিশ্ব বায়ু দিবস উদযাপন।
২০০৭ সালের ১৫ জুন প্রথম বিশ্ব বায়ু দিবস উদযাপন করা হয়েছিল।
তবে তখন তা ছিল শুধুই ‘বায়ু দিবস’। এর দুই বছর পর, ২০০৯ সালে এ দিবসের নাম দেওয়া হয় ‘বিশ্ব বায়ু দিবস’।
https://slotbet.online/