তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন (বিজিএমই) ২০২৫-২০২৭ এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদ হাসান খান। তিনি রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।
মাহমুদ হাসান খানের নেতৃত্বাধীন নবনির্বাচিত পর্ষদ ২০২৫-২৭ সাল মেয়াদে পোশাক রপ্তানিকারকদের শীর্ষ এই সংগঠনটি পরিচালনার দায়িত্ব পালন করবে।
রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে শনিবার সংগঠনটির নতুন সভাপতিসহ ৭ জন সহ-সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিজিএমইএর নির্বাচন বোর্ডের এক আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।
নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিটি পদে কেবল একটি করে বৈধ মনোনয়নপত্র জমা পড়েছে এবং কোনো আপিল দায়ের হয়নি।
এ কারণে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণের প্রয়োজন না হওয়ায় সব প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন বোর্ড।
https://slotbet.online/