খুলনার পাইকগাছায় নিজ ব্যাবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাতুড়ি দিয়ে পিটিয়ে ব্যবসায়ী সাধন দেবনাথের নিকট থেকে সাড়ে ৩ লক্ষ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়েছে সংঘবদ্ধ তিন ছিনতাইকারী দল।
এসময় ব্যাবসায়ীর চিৎকারে পালানোর সময় জনতা ধাওয়া করে তুহিন নামে এক ছিনতাইকারীকে গণ পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারে।
ছিনতাইয়ের শিকার ইলেকট্রনিক্স ব্যবসায়ী সাধন দেবনাথ (৪৫) জানান, রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে বাইসাইকেলে যোগে বাড়িতে যাচ্ছিলাম।
সরকারি দীঘির পুকুর পাড়ে পৌছানোর সাথে সাথে হঠাৎ তিন জন ছিনতাইকারী আমার গতিরোধ করে এলোপাতাড়ি
হাতুড়ি দিয়ে পিটিয়ে ব্যাগে থাকা সাড়ে ৩ লক্ষ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করে দৌড় দেয়।
আামার চিৎকারে আশপাশের লোকজন এসে ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে দেয়।
স্থানীনরা আামাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে।
রাড়ুলী পুলিশ ফাড়ির ইনচার্জ খাইরুল ইসলাম জানান, আটককৃত ছিনতাইকারী তুহিন দাশ পুলিশ পাহরায় পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাচি শিকদার জানান,
ব্যবসায়ী সাধন দেবনাথ ও গণ ধোলাইয়ের শিকার হওয়া তুহিন দাশ হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে তুহিন দাশের উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হবে।
https://slotbet.online/