জয়পুরহাটের আক্কেলপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় হোসেন আলী (৩৮) নামে উপজেলা শিক্ষা অফিসের এক অফিস সহকারী নিহত হয়েছেন।
সোমবার (১৬ জুন) বিকেল পৌনে ৩টার দিকে আক্কেলপুর-জয়পুরহাট সড়কের পূর্ব মাতাপুর এলাকার ভালকির ব্রিজ সংলগ্ন স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হোসেন আলী যশোর জেলার বাসিন্দা। তিনি আক্কেলপুর উপজেলা শিক্ষা অফিসে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও সহযাত্রী দপ্তরি কাম-নৈশ্যপ্রহরী জাহিদ হাসান জানান, ঘটনার সময় তারা দুইজন মোটরসাইকেলে করে অফিস শেষে বাড়ি ফিরছিলেন।
হঠাৎ বৃষ্টির কারণে সড়কে জমে থাকা খড়ের গাদায় মোটরসাইকেলের চাকা পিছলে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এতে হোসেন আলী গুরুতর আহত হন, বিশেষ করে তার মাথায় আঘাত লাগে।
স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, দুর্ঘটনার বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
হোসেন আলীর অকাল মৃত্যুতে উপজেলা শিক্ষা অফিসে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
https://slotbet.online/