খুলনা মহানগরীর খালিশপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৫০) এক রিক্সা চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে খালিশপুর কাস্টমস অফিসের সামনে দুর্ঘটনা ঘটে।
ইঞ্জিনচালিত একটি রিক্সা দ্রুত গতিতে চলার সময়ে হঠাৎ একপাশের চাকা ভেঙ্গে যায়।
এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপতালে নিলে রাত পৌনে ১০ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
রিক্সাটির এক্সেল ভেঙ্গে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে। তার পরিচয় এখনও সনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপতালের মর্গে রয়েছে।
https://slotbet.online/