রাজধানী পল্টনের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সামনে বুধবার রাত আড়াইটার দিকে মাদক কারবারিদের গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
আহতরা হলো ডিবির এএসআই মো. আতিক হাসান ও কনস্টেবল সুজন। গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ এই ঘটনায় ৩ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ঘটনাস্থল থেকে প্রাইভেটকার টি জব্দ করা হয়েছে।
ডিবি লালবাগ বিভাগের সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির শোয়েব জানান,
গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকার থামাতে গেলে ভেতরে থাকা মাদক কারবারিরা গুলি চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
https://slotbet.online/