• বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজারহাট মহিলা ডিগ্রী কলেজের সভাপতি হলেন আইনজীবী ইয়াকুব আলী ১৫ আগস্ট থেকে কার্যকর: একজন গ্রাহক সর্বোচ্চ ১০ টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন ভারী বর্ষণে পটুয়াখালী শহরের অধিকাংশ এলাকা পানির নিচে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা সাতক্ষীরায়‎ (টিআরসি) পদে নিয়োগ প্রাপ্তদের ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রাক্কালে পুলিশ সুপারের ব্রিফিং অনুষ্ঠিত জাপার নতুন মহা-সচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী নাটোরের বড়াইগ্রামে গ্লোবাল টিভির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নওগাঁ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশী যুবক নিহত জল্পনা কল্পনার অবসান শেষ: পাইকগাছার নাছিরপুরখাল উন্মুক্ত পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফল উৎসব-২০২৫ অনুষ্ঠিত
নোটিশ
মুক্ত বাংলাদেশ পরিবারে স্বাগতম

লালমনিরহাটে দ্রুত সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার, লালমনিরহাটঃ / ১১২ বার পঠিত হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

‎লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই এলাকায় সতী নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়া গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারের ভাঙ্গন কবলিত এলাকায় বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে  বক্তারা বলেন, সতী নদীর ধার ঘেঁষা এই সড়কটি দিয়ে প্রতিদিন কমপক্ষে ১০ হাজার মানুষ যাতায়াত করেন। এ পথে এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশেপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী স্কুলে যাতায়াত করে।

স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারজাত করার জন্য এ সড়ক ব্যবহার করেন। কিন্তু নদীর তীব্র ভাঙনে সড়কটির বড় অংশ ইতোমধ্যে ধসে পড়েছে। কোথাও কোথাও সড়কের পিচ ঢালাই উঠে গিয়ে কাদায় পরিণত হয়েছে, যা যানবাহন চলাচলের অযোগ্য।

‎বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, চলতি বর্ষা মৌসুমে সতী নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে সড়কটি পুরোপুরি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

তখন এই অঞ্চলের হাজারো মানুষের যাতায়াত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। শিক্ষার্থী, রোগী, কৃষক এবং ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হবে।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ভূপেন্দনাথ রায়, সমাজকর্মী মামুনুর রশিদ রতন, জাকির হোসেন, স্থানীয় ইউপি সদস্যরা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

বক্তারা বলেন, “আমরা বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। আমরা অবিলম্বে ভাঙন রোধে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ এবং সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছি।”

‎মানববন্ধন ঘিরে পুরো এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ছোট ছোট শিক্ষার্থী, অভিভাবক, নারী ও বয়স্করা হাতে প্ল্যাকার্ড নিয়ে সড়ক রক্ষার দাবি জানায়। তাদের লেখা ছিল—

‎“সড়ক বাঁচাও, জীবন বাঁচাও”, “ভাঙন রোধ করো, আমাদের বাঁচাও”, “সড়ক নেই, স্কুলে যাই কেমন করে?”

‎মানববন্ধন শেষে এলাকাবাসী স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, সড়কটি টিকিয়ে রাখতে না পারলে এই অঞ্চলের জনজীবন স্থবির হয়ে পড়বে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/