মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল সহ ২ জন সন্ত্রাসীকে আটক করা সম্ভব হয়েছে। আটককৃত ব্যক্তিরা হল মোঃ আশরাফ মণ্ডল (৪৫) এবং মোহাম্মদ আনিসুর রহমান (২৮)।
শুক্রবার ভোর রাত ৩টা ৪০ মিনিটের সময় মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চরচৌগাছি ও রাজাপুর (মণ্ডলপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী জানায়, আশরাফ মণ্ডল ‘সর্বহারা’র চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সদস্য। আনিসুর রহমানের কাছে ল্যাপটপ ও মোবাইলে হ্যাকিংয়ের সফটওয়্যার, বিকাশ অ্যাকাউন্ট ক্লোন ও প্রতারণামূলক তথ্য পাওয়া গেছে।
অভিযানে উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশি বন্দুক,১ রাউন্ড গুলি, ১টি ল্যাপটপ, ৬টি মোবাইল ফোন, ১ লক্ষ ১০হাজার ৮৫০ টাকা এবং ১টি ভুয়া ড্রাইভিং লাইসেন্স।
শ্রীপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি)মোঃ ইদ্রিস আলী বলেন, সেনাবাহিনীর সহায়তায় আমরা ২জন চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করেছি। তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
https://slotbet.online/