যশোরে র্যাপিড অ্যান্টিজেন করোনা পরীক্ষার কিট সঙ্কট কেটেছে। প্রাথমিকভাবে জেনারেল হাসপাতাল যশোর কর্তৃপক্ষকে র্যাপিড এন্টিজেন পরীক্ষার জন্য ২০০০ কিট দেয়া হয়েছে।
প্রাথমিকভাবে হাসপাতালে ভর্তি রোগীদের পরীক্ষার জন্য এই কিট ব্যবহার করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হোসাইন শাফায়েত।
তবে এরই মধ্যে যশোরে দু’জন করোনাআক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
এছাড়া করোনা সন্দেহে ৩ রোগী এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্র আরও জানায়, মৃত্যুর মাত্র দুই ঘণ্টা আগে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ইউসুফের করোনা শনাক্ত হয়েছিল।
মারা যাওয়া ওই দুজনই হাসপাতালে সাধারণ রোগী হিসেবে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাঁদের আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।
উপসর্গ দেখে সন্দেহ হলে শহরের একটি প্রাইভেট হাসপাতাল থেকে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তাঁদের পরীক্ষা করানো হয়।
কারণ কিট না থাকায় হাসপাতালে করোনা পরীক্ষা করা সম্ভব হচ্ছিল না। তবে বৃহস্পতিবার বিকেলে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য২০০০ কিট প্রদান করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে হাসপাতালে প্রাথমিকভাবে করোনা পরীক্ষার দ্বার খুলেছে।
যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন শাফায়েত জানিয়েছেন, বৃহস্পতিবার দু’হাজার কিট পাওয়া গেছে। এগুলো দিয়ে র্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে করোনা পরীক্ষা করা হবে।
তবে কিটের পরিমাণ কম হওয়ায় এগুলো দিয়ে আপাতত হাসপাতালে ভর্তি রোগীদের জন্য প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে। পরবর্তীতে আরও কিট পাওয়া গেলে পরীক্ষার আওতা বাড়ানো হতে পারে।
https://slotbet.online/