• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: মিয়া গোলাম পরওয়ার হাতীবান্ধা পুলিশের অভিযান: ১ কেজি গাঁজা সহ মহিলা গ্রেফতার খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার ডুমুরিয়ার মুহাম্মদ আল-আমিন দূর্নীতি করেই কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কে এই রেদোয়ান? ঢাকা মেট্রোপলিটন পুলিশের জুলাই-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি হলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ সহ ৭ কর্মকর্তা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ‎নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ চিত্রশিল্পী সুলতানের ১০১ তম জন্মদিন পাইকগাছায় তালগাছ রোপন কর্মযজ্ঞের উদ্বোধন করলেন বাংলাদেশ সংবাদ সংস্থার সুযোগ্য চেয়ারম্যান আনোয়ার আলদীন
নোটিশ
মুক্ত বাংলাদেশ পরিবারে স্বাগতম

জনপ্রিয়তার শীর্ষে ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো

বিশেষ প্রতিনিধিঃ / ৫০১ বার পঠিত হয়েছে
প্রকাশ : শনিবার, ২১ জুন, ২০২৫

‎ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ সংসদীয় আসন। আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে।

এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নাম সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

তিনি দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

রাজনৈতিক যাত্রা ও অবদান

‎২০০০ সালে রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন ইলেন ভুট্টো। স্বামী, সাবেক সংসদ সদস্য জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুর পর উপ-নির্বাচনে অংশ নিয়ে অভিজ্ঞতা অর্জন করেন।

এরপর ২০০১ সালের সাধারণ নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী হয়ে আওয়ামী লীগের প্রবীণ নেতা আলহাজ্ব আমির হোসেন আমুকে পরাজিত করেন।

সংসদ সদস্য থাকাকালীন সময়ে উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবামূলক উদ্যোগের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সফল হন তিনি।

দলের প্রতি অঙ্গীকার ও সাংগঠনিক দক্ষতা

‎দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে ইলেন ভুট্টোর। তিনি ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য।

সংগঠনের প্রতি তার নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা ও মানুষের পাশে থাকার মানসিকতা তাকে ঝালকাঠি-২ আসনে অন্যতম যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

নমিনেশন প্রসঙ্গে ইলেন ভুট্টোর বক্তব্য

‎নমিনেশন প্রসঙ্গে ইলেন ভুট্টো বলেন, “ঝালকাঠি-২ আসনে বিএনপি যাকেই মনোনয়ন দিক, তাকে জনগণের অনুভূতি বুঝে, তাদের দাবি-দাওয়াকে গুরুত্ব দিয়ে সামনে এগোতে হবে।

১৫ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষ এবার পরিবর্তন ও গণতন্ত্র চায়। আমাদের দায়িত্ব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দেওয়া।”

জনগণের ভালোবাসা ও সমর্থন

‎ঝালকাঠি ও নলছিটি এলাকাবাসীর কাছে ইলেন ভুট্টো একজন সাহসী ও মানবিক নেতৃত্বের প্রতীক। সাধারণ মানুষ ও স্থানীয় নেতাকর্মীদের মতে, ইলেন ভুট্টো সবসময় তাদের সুখ-দুঃখে পাশে থেকেছেন।

অনেকের বিশ্বাস, বিএনপি যদি তাঁকে মনোনয়ন দেয়, তাহলে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। এলাকা জুড়ে প্রচলিত হয়েছে স্লোগান—

‎“ঝালকাঠির মাটি, ইলেন ভুট্টোর ঘাঁটি”।

দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা

‎স্থানীয় বিএনপি নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতৃত্ত্বের প্রতি দাবি জানিয়ে বলেন, মনোনয়ন প্রদানের আগে পূর্ণাঙ্গ জরিপ করা হোক।

তারা মনে করেন, কঠিন এই নির্বাচনে দলকে শক্তিশালী রাখতে জনপ্রিয়, ত্যাগী ও গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া জরুরি। এ ক্ষেত্রে ইলেন ভুট্টো উপযুক্ত।

ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নের অঙ্গীকার

‎ঝালকাঠি-২ আসনে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মনে করেন ইলেন ভুট্টো।

তিনি নির্বাচিত হলে ঝালকাঠি ও নলছিটি উপজেলার অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান খাতে বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেছেন। তৃণমূল মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

উপসংহার

‎আসন্ন নির্বাচনে ঝালকাঠি-২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে ঘিরে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।

সময়ই বলে দেবে কে নমিনেশন পাবেন, তবে ইলেন ভুট্টো ইতোমধ্যেই সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন — আর সেখানেই তাঁর আসল বিজয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর

সাম্প্রতিক মন্তব্যসমূহ

https://slotbet.online/