• বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজারহাট মহিলা ডিগ্রী কলেজের সভাপতি হলেন আইনজীবী ইয়াকুব আলী ১৫ আগস্ট থেকে কার্যকর: একজন গ্রাহক সর্বোচ্চ ১০ টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন ভারী বর্ষণে পটুয়াখালী শহরের অধিকাংশ এলাকা পানির নিচে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা সাতক্ষীরায়‎ (টিআরসি) পদে নিয়োগ প্রাপ্তদের ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রাক্কালে পুলিশ সুপারের ব্রিফিং অনুষ্ঠিত জাপার নতুন মহা-সচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী নাটোরের বড়াইগ্রামে গ্লোবাল টিভির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নওগাঁ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশী যুবক নিহত জল্পনা কল্পনার অবসান শেষ: পাইকগাছার নাছিরপুরখাল উন্মুক্ত পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফল উৎসব-২০২৫ অনুষ্ঠিত
নোটিশ
মুক্ত বাংলাদেশ পরিবারে স্বাগতম

দিনাজপুরের বীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

মাহবুবুর রহমান আঙ্গুর, বীরগঞ্জ প্রতিনিধিঃ / ১৫৫ বার পঠিত হয়েছে
প্রকাশ : শনিবার, ২১ জুন, ২০২৫

‎দিনাজপুরের বীরগঞ্জে একতা ক্লিনিকে ভুল চিকিৎসার কারণে আশা রানী রায় (১৯) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে সদ্যজাত মেয়ে সন্তানটি সুস্থ রয়েছে।

‎আশা রানী রায় বীরগঞ্জের সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামের হৃদয় চন্দ্র রায় এর স্ত্রী। ঘটনার পর থেকেই চিকিৎসক, ক্লিনিক মালিক সহ স্টাফ পলাতক রয়েছে।

‎ শুক্রবার  দুপুর ১২ টায় প্রসববেদনা নিয়ে আশা রানী রায় কে একতা ক্লিনিকে  ভর্তি করেন স্বামী হৃদয় রায়। এরপর বিকেল পাঁচটায় দায়িত্বপ্রাপ্ত গাইনী চিকিৎসক ডা. ইয়াসমিন পরীক্ষা-নিরীক্ষার পর জানান, দ্রুত সিজারিয়ান অপারেশন প্রয়োজন।

‎বিকেল ৫টায় সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু অপারেশনের পর রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হলেও কোনো কার্যকর চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন আশা রানী রায়ের শাশুড়ী।

আশা রানী রায়ের শাশুড়ীর দাবি ক্লিনিকেই তার মৃত্যু হয়েছে। আশা রানী রায় এর পরিবারকে ধামাচামা দেওয়ার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

‎রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজন সহ এলাকাবাসী একতা ক্লিনিক ঘেরাও করে চিকিৎসকদের বিচার দাবি করেন। এক পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎এ বিষয়ে অভিযুক্ত গাইনী ডা. ইয়াসমিন এর মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও কোন সাড়া মেলেনি।

‎উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা বলেন, মৃত আশা রানী রায়ের পরিবারের পক্ষ থেকে যদি কোন অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় ব্যবস্থা গ্রহন করা হবে।

‎এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বলেন, একতা ক্লিনিকে অপারেশনের পর এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে।

খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মৃত পরিবার লিখিত কোন অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত মৃত আশা রানী রায়ের পরিবারের কেউ কোন অভিযোগ করেনি।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ এর সাথে মুঠোফনে কথা বললে তিনি বলেন, বিষয়টি স্বাস্থ্য সম্পর্কিত হওয়ায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/