জনতা পার্টি বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য রবিবার আবেদন পত্র জমা দেওয়া হয়েছে।
রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালায় বর্ণিত নিবন্ধন এর জন্য প্রয়োজনীয় সকল শর্ত প্রতিপালন করে আবেদন পত্রটি দাখিল করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন দলের নির্বাহী চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গোলাম সারোয়ার মিলন, মহা-সচিব শওকত মাহমুদ,
উপদেষ্টা শাহ মোহাম্মদ আবু জাফর, ভাইস চেয়ারম্যান সিনিয়র এডভোকেট ওয়ালিউর রহমান খান, ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) ইমরান, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আসাদুজ্জামান,
যুগ্ম মহাসচিব এডভোকেট রফিকুল ইসলাম রাজা, দপ্তর সম্পাদক মৃধা মো. আল-আমিন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ডাঃ মো. মাসুদুজ্জামান, সদস্য সচিব শাহ মো. সোলায়মান,
যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, মো. এরশাদ হোসেন, সদস্য লিওন নাদিম প্রমুখ। পার্টির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বিদেশে থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি।
আবেদন জমা দেওয়ার পর এক মিডিয়া ব্রিফিংয়ে জনাব গোলাম সারোয়ার মিলন বলেন, ৭১’র মহান মুক্তিযুদ্ধ এবং ২৪’র গণঅভ্যুত্থানের চেতনার নিরিখে গঠিত এই দল ইনশাল্লাহ্ নির্বাচন কমিশনের নিবন্ধন পাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে।
https://slotbet.online/