• বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজারহাট মহিলা ডিগ্রী কলেজের সভাপতি হলেন আইনজীবী ইয়াকুব আলী ১৫ আগস্ট থেকে কার্যকর: একজন গ্রাহক সর্বোচ্চ ১০ টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন ভারী বর্ষণে পটুয়াখালী শহরের অধিকাংশ এলাকা পানির নিচে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা সাতক্ষীরায়‎ (টিআরসি) পদে নিয়োগ প্রাপ্তদের ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রাক্কালে পুলিশ সুপারের ব্রিফিং অনুষ্ঠিত জাপার নতুন মহা-সচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী নাটোরের বড়াইগ্রামে গ্লোবাল টিভির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নওগাঁ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশী যুবক নিহত জল্পনা কল্পনার অবসান শেষ: পাইকগাছার নাছিরপুরখাল উন্মুক্ত পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফল উৎসব-২০২৫ অনুষ্ঠিত
নোটিশ
মুক্ত বাংলাদেশ পরিবারে স্বাগতম

সাতক্ষীরা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১৮ বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৫৬ বার পঠিত হয়েছে
প্রকাশ : রবিবার, ২২ জুন, ২০২৫

‎সাতক্ষীরা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের বিভিন্ন এলাকা থেকে আটক করা ১৮ বাংলাদেশি নাগরিক কে সাতক্ষীরার কুশখালী ও কৈখালী সীমান্ত দিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে  হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।।

শনিবার বিকাল ও সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে সাতক্ষীরার কুশখালী ও কৈখালী সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

‎বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানানো হয়, কুশখালী সীমান্ত দিয়ে ১৪ জন এবং কৈখালী সীমান্ত দিয়ে ৪ জনকে ফেরত দেয়া হয়েছে।

কুশখালী দিয়ে ফিরিয়ে দেয়া ব্যক্তিদের বাড়ি ঢাকা, খুলনা, সাতক্ষীরা, গাজীপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

‎কৈখালী সীমান্ত দিয়ে ফেরত আসা ৪ জন একই পরিবারের সদস্য। তারা হলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের মো. নুর আলম (৩৬), তার স্ত্রী আয়েশা খাতুন (২৬), কন্যা লাবিবা খাতুন (৬) ও লামিয়া খাতুন (১৬ মাস)।

‎নুর আলম জানান, আড়াই বছর আগে চিকিৎসার জন্য পাসপোর্ট-ভিসা নিয়ে কেরালায় যান তিনি ও তার পরিবার। চিকিৎসা দীর্ঘায়িত হওয়ায় সেখানে অবস্থান করতে হয়।

একপর্যায়ে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা অবৈধ হয়ে পড়েন। পরে দেশে ফেরার উদ্দেশ্যে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাদের আটক করে।

‎বিজিবি জানায়, বাংলাদেশের নাগরিক হওয়ায় আন্তর্জাতিক আইনের আলোকে তাদের সঠিক প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। এরপর তাদের সাতক্ষীরা সদর ও শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

‎‎সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, রাত ৯টার দিকে তাদের থানায় হস্তান্তর করা হয়। পরিচয় যাচাই শেষে স্বজনদের জিম্মায় দেয়া হয়েছে। অপরদিকে

‎শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্যা জানান, কৈখালী সীমান্ত দিয়ে ফেরত আসা পরিবারটির পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/