সাতক্ষীরা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের বিভিন্ন এলাকা থেকে আটক করা ১৮ বাংলাদেশি নাগরিক কে সাতক্ষীরার কুশখালী ও কৈখালী সীমান্ত দিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।।
শনিবার বিকাল ও সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে সাতক্ষীরার কুশখালী ও কৈখালী সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানানো হয়, কুশখালী সীমান্ত দিয়ে ১৪ জন এবং কৈখালী সীমান্ত দিয়ে ৪ জনকে ফেরত দেয়া হয়েছে।
কুশখালী দিয়ে ফিরিয়ে দেয়া ব্যক্তিদের বাড়ি ঢাকা, খুলনা, সাতক্ষীরা, গাজীপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।
কৈখালী সীমান্ত দিয়ে ফেরত আসা ৪ জন একই পরিবারের সদস্য। তারা হলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের মো. নুর আলম (৩৬), তার স্ত্রী আয়েশা খাতুন (২৬), কন্যা লাবিবা খাতুন (৬) ও লামিয়া খাতুন (১৬ মাস)।
নুর আলম জানান, আড়াই বছর আগে চিকিৎসার জন্য পাসপোর্ট-ভিসা নিয়ে কেরালায় যান তিনি ও তার পরিবার। চিকিৎসা দীর্ঘায়িত হওয়ায় সেখানে অবস্থান করতে হয়।
একপর্যায়ে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা অবৈধ হয়ে পড়েন। পরে দেশে ফেরার উদ্দেশ্যে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাদের আটক করে।
বিজিবি জানায়, বাংলাদেশের নাগরিক হওয়ায় আন্তর্জাতিক আইনের আলোকে তাদের সঠিক প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। এরপর তাদের সাতক্ষীরা সদর ও শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, রাত ৯টার দিকে তাদের থানায় হস্তান্তর করা হয়। পরিচয় যাচাই শেষে স্বজনদের জিম্মায় দেয়া হয়েছে। অপরদিকে
শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্যা জানান, কৈখালী সীমান্ত দিয়ে ফেরত আসা পরিবারটির পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।
https://slotbet.online/