• বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজারহাট মহিলা ডিগ্রী কলেজের সভাপতি হলেন আইনজীবী ইয়াকুব আলী ১৫ আগস্ট থেকে কার্যকর: একজন গ্রাহক সর্বোচ্চ ১০ টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন ভারী বর্ষণে পটুয়াখালী শহরের অধিকাংশ এলাকা পানির নিচে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা সাতক্ষীরায়‎ (টিআরসি) পদে নিয়োগ প্রাপ্তদের ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রাক্কালে পুলিশ সুপারের ব্রিফিং অনুষ্ঠিত জাপার নতুন মহা-সচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী নাটোরের বড়াইগ্রামে গ্লোবাল টিভির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নওগাঁ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশী যুবক নিহত জল্পনা কল্পনার অবসান শেষ: পাইকগাছার নাছিরপুরখাল উন্মুক্ত পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফল উৎসব-২০২৫ অনুষ্ঠিত
নোটিশ
মুক্ত বাংলাদেশ পরিবারে স্বাগতম

দিনাজপুরের বীরগঞ্জে শতবর্ষী রাস্তা কেটে বাধাঃ এলাকাবাসীর মানববন্ধন

মাহবুবুর রহমান আঙ্গুর, বীরগঞ্জ প্রতিনিধিঃ / ১০৩ বার পঠিত হয়েছে
প্রকাশ : সোমবার, ২৩ জুন, ২০২৫

‎দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝারমাড়া গ্রামের একমাত্র চলাচলের রাস্তা কেটে ফেলায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ ১০টি পরিবার।

‎চলাচলের একমাত্র ভরসা এই রাস্তাটি বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সোমবার দুপুরে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে।

‎মানববন্ধনে নারী-পুরুষ, শিক্ষার্থী, কৃষক, বৃদ্ধসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা অভিযোগ করেন, প্রায় এক শতাব্দী ধরে ঝারমাড়া গ্রামের মানুষজন

যে রাস্তা দিয়ে কৃষিকাজ, পণ্য পরিবহন এবং বিদ্যালয়ে যাতায়াত করে আসছিলেন, সেটিই সম্প্রতি এক প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক কেটে ফেলেছেন।

এতে এলাকাবাসী কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন।

‎স্থানীয়দের অভিযোগ, মরিচা ইউনিয়নের ঝারমাড়া গ্রামের পাশে থাকা এই প্রাচীন পথটি রাতের আঁধারে পেশিশক্তির মাধ্যমে কেটে ফেলেছেন স্থানীয় প্রভাবশালী বাচ্চু মিয়া। এতে শিক্ষার্থী, রোগী ও বৃদ্ধদের চলাচল একপ্রকার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

‎মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে এলাকার বাসিন্দা মাইকো হেমরম বলেন, আমরা ছোটলোক, গরিব মানুষ। আমাদের একমাত্র চলাচলের রাস্তা কেড়ে নেওয়া হলো।

আমাদের প্রশ্ন এই দেশে কি আমাদের কোনো অধিকার নেই?

‎একইভাবে শিক্ষার্থী বিউটি সরেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের এই এলাকায় অনেক শিক্ষার্থী রয়েছে। আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যেতাম।

কিন্তু বর্তমানে রাস্তাটি কেটে ফেলার কারণে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি কেটে ফেলার কারণে বর্ষাকালে আমাদের স্কুলে যেতে অনেক কষ্ট হয় ।

‎একই এলাকার কৃষক তুনু সরেন বলেন, আমাদের ধান, ভুট্টা সব এই রাস্তা দিয়ে বাজারে নিয়ে যেতাম। এখন মাথায় তুলে কাটা ও ভাঙ্গা রাস্তা দিয়ে যেতে হয়।

যার ফলে অনেক সমস্যায় পড়তে হয়। সেই সাথে বর্ষাকালে কোন যানবাহন চলাচল করতে পারে না।

‎স্থানীয় আরেক বাসিন্দা মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, রাতের আঁধারে বাচ্চু মিয়া রাস্তাটি কেটে ফেলেন। এতে কৃষিপণ্য পরিবহন, রোগী নেওয়া ও শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক সমস্যা হচ্ছে।

বিকল্প পথ দুর্গম হওয়ায় প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে।

‎স্থানীয়দের মধ্যে মোঃ শাহজাহান আলী বলেন, এই রাস্তা ছাড়া তাদের কোনো বিকল্প পথ নেই। সরাসরি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয় বলেও দাবি করেন তারা।

অবিলম্বে রাস্তাটি পুনরায় চলাচলের উপযোগী করে দেওয়ার আহ্বান জানান।

‎এ বিষয়ে জানতে চাইলে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ বলেন,

বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/