বিশিষ্ট চিকিৎসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাঃ জোবাইদা রহমানের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
চলতি বছরের হালনাগাদ কার্যক্রমে নিবন্ধন সম্পন্ন করে নির্বাচন কমিশন-ইসি। ইসি সচিব আখতার আহমেদ সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিন্ত করেছেন।
২০০৮ সালে এক-এগারো পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়।
সে সময় তারেক রহমান ও জুবাইদা রহমান যুক্তরাজ্যে ছিলেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করে লন্ডনে পাড়ি জমান তারা। এরপর দীর্ঘ সময় দেশে না থাকায় কেউই ভোটার হননি।
গত ৬ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে দেশে ফেরেন জুবাইদা রহমান।
ঈদুল আজহার আগেই নির্বাচন কমিশনের কর্মকর্তারা তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ভোটার নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করেন।
https://slotbet.online/