রাজবাড়ীর দৌলতদিয়া রেললাইন এলাকায় দুর্বৃত্তদের হাতে খুন হয়েছে নজরুল ব্যাপারী (৩২) নামে এক যুবক। তিনি দৌলতদিয়া ইমামখাঁ পাড়া গ্রামের মৃত শাহাজউদ্দিন ব্যাপারীর পুত্র।
পুলিশ জানায়, রবিবার রাতের কোন এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা নজরুলকে দৌলতদিয়ার রেললাইন এলাকায় ছৈয়জউদ্দিন ফকিরের কবর সংলগ্ন স্থানে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।
সোমবার (২৩ জুন) সকালে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহতের বড় ভাই ইমরান হোসেন বাবু এবং স্ত্রী পারুল বেগম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, নজরুল ব্যাপারীকে কে বা কারা তাকে হত্যা করলো বুঝে উঠতে পারছেন না। নিহত নজরুল ব্যাপারীর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি।
প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। এর কারণ উদঘাটনের কাজ চলছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
https://slotbet.online/