• বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজারহাট মহিলা ডিগ্রী কলেজের সভাপতি হলেন আইনজীবী ইয়াকুব আলী ১৫ আগস্ট থেকে কার্যকর: একজন গ্রাহক সর্বোচ্চ ১০ টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন ভারী বর্ষণে পটুয়াখালী শহরের অধিকাংশ এলাকা পানির নিচে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা সাতক্ষীরায়‎ (টিআরসি) পদে নিয়োগ প্রাপ্তদের ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রাক্কালে পুলিশ সুপারের ব্রিফিং অনুষ্ঠিত জাপার নতুন মহা-সচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী নাটোরের বড়াইগ্রামে গ্লোবাল টিভির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নওগাঁ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশী যুবক নিহত জল্পনা কল্পনার অবসান শেষ: পাইকগাছার নাছিরপুরখাল উন্মুক্ত পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফল উৎসব-২০২৫ অনুষ্ঠিত
নোটিশ
মুক্ত বাংলাদেশ পরিবারে স্বাগতম

চীন যেন যুক্তরাষ্ট্র থেকে প্রচুর তেল কেনে, অনুরোধ ট্রাম্পের

মুক্ত বাংলাদেশ / ৩৩ বার পঠিত হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

দ্বিতীয় দফায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার ‘হানিমুন পিরিয়ডে’ই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে অন্যতম প্রধান সিদ্ধান্ত হলো বাণিজ্য শুল্ক।

তার আরোপিত শুল্কনীতির ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক রাষ্ট্র চীনের সঙ্গে সম্পর্ক গিয়ে ঠেকে বাণিজ্য যুদ্ধে। পাল্টাপাল্টি শুল্কারোপের ফলে বিশ্ব বাণিজ্যে দেখা দেয় অস্থিরতা। পরে অবশ্য নমনীয় হয় দু’পক্ষই। শর্ত দেয় শুল্ক হ্রাসের।

পাকিস্তান-ভারত উত্তেজনা দেখা দিলে বিশ্বের চোখ ঘুরে যায়। নজর কাড়ে যুদ্ধবিমানের ক্যারিশমা। ইউরোপীয়দের সমরাস্ত্রের বরাইকে চূর্ণ করে দেয় চীন। অস্ত্র ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি হয় বেইজিংয়ের। মাঝে দু’দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। বন্ধ হয় সংঘাত।

এর পরই পরমাণু অস্ত্র ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের পক্ষে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে আমেরিকা। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর অনবরত যোগাযোগের মাধ্যমে ঘোষণা দেয় যুদ্ধবিরতির।

এরপরই অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের বিষয়ে মন্তব্য করেন ট্রাম্প। যেখানে চীনকে তার দেশ থেকে প্রচুর পরিমাণে তেল আমদানি করতে অনুরোধ জানান।

মঙ্গলবার (২৪ জুন) ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে এই অনুরোধ করে ট্রাম্প। সেখানে তিনি লেখেন, ‘চীন এখন ইরান থেকে তেল কেনা চালিয়ে যেতে পারে। আশা করি, তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও প্রচুর পরিমাণে তেল কিনবে। এটি সম্ভব করতে পেরে আমি সম্মানিত বোধ করছি!’

চীন প্রতি মাসে ইরান থেকে প্রায় ৪৩ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে, যা ইরানের তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ এবং চীনের অপরিশোধিত তেল ক্রয়ের প্রায় ১৩ দশমিক ৬ শতাংশ।

শিপিং ডেটা ফার্ম ভোরটেক্সার মতে, ইরানের হরমুজ প্রণালী দিয়ে পাঠানো মোট অপরিশোধিত তেল ও কনডেনসেটের প্রায় ৬৫ শতাংশ চীনের উদ্দেশ্যে পাঠানো হয়।

এর আগে করা পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি এখন ন্যাটো সম্মেলনে যাচ্ছি। ইরান-ইসরায়েল পরিস্থিতির তুলনায় এটা অনেক শান্ত সময় হবে। আমার ভালো ইউরোপীয় বন্ধুদের ও অন্যদের সঙ্গে দেখা করার জন্য আমি উদ্‌গ্রীব হয়ে আছি। আশা করি, এই সফরে অনেক কিছু অর্জিত হবে।’

মার্কিনি হামলার শিকার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা সম্পর্কে তিনি বলেন, ‘ইরান কখনোই তাদের পারমাণবিক সুবিধাগুলো আবার তৈরি করবে না!’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/