ফুটবল ইতিহাসের অন্যতম খেলোয়াড় লিওনেল আন্দ্রেস মেসি’র ৩৮ তম জন্মদিন আজ।১৯৮৭ সালের এই দিনে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন তিনি।
আর্জেন্টিনা সহ বিশ্বের কোটি-কোটি ভক্ত আজ তাকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছেন। বার্সেলোনা থেকে শুরু করে পিএসজি এবং এখন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি সব ক্লাবেই নিজের অতুলনীয় ফুটবল প্রতিভা দিয়ে জায়গা করে নিয়েছেন মেসি।
পাশাপাশি দেশের জার্সি গায়ে এনে ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনার মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থায়ী আসন করে নিয়েছেন।
মেসির ক্যারিয়ারজুড়ে অসংখ্য রেকর্ড, ব্যক্তিগত অর্জন ও দলীয় সাফল্য তাকে করেছে ফুটবল ইতিহাসের অমর এক নাম। ৮ বার ব্যালন ডি’অর, ৬টি ইউরোপিয়ান গোল্ডেন বুট, ১০টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়নস লিগ এই সাফল্যগুলোই বলে দেয় তার ফুটবল-প্রতিভার গভীরতা।
শুধু মাঠেই নয়, মাঠের বাইরে বিনয়, নম্রতা আর সততার কারণে লাখো তরুণের অনুপ্রেরণার নাম মেসি। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), ইন্টার মায়ামি, বার্সেলোনা ক্লাবসহ বিশ্বজুড়ে বিভিন্ন ক্রীড়া সংস্থা ও খেলোয়াড়েরা।
এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে #HappyBirthdayMessi হ্যাশট্যাগ ব্যবহার করে ভক্তরা নিজেদের শুভেচ্ছা জানাচ্ছেন।
ইন্টার মায়ামির পক্ষ থেকেও প্রকাশ করা হয়েছে একটি বিশেষ ভিডিও, যেখানে মেসির ক্লাব ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে।
৩৮ বছরে পা দিয়েও থেমে নেই এই জাদুকর। যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারে (এমএলএস) নিয়মিত খেলছেন তিনি এবং এখনো তার পায়ে ঝলসে উঠে ফুটবল।
মেসি শুধু একজন খেলোয়াড় নন, তিনি নিজেই একটি অধ্যায়।
https://slotbet.online/