জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভারাহুত গ্রামে একই রাতে তিনটি বাড়িতে জানালা কেটে সংঘটিত চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে।
বুধবার দিবাগত রাত ২টা থেকে ৪টার মধ্যে এই চুরির সংঘটিত হয়েছে।
চুরি হওয়া বাড়িগুলোর মালিক হলেন আব্দুল মালেক মন্ডল (৫৮), মহিউদ্দিন তামান্না (৩৬), এবং আশরাফ আলী (৪০)।
আব্দুল মালেক মন্ডল জানান, রাত তিনটার দিকে একটি শব্দে ঘুম ভেঙে যায়। তখন বাড়ি সার্চ করেও তেমন কিছু বুঝতে পারিনি। সকালে শুনি পাশের দুটি বাড়িতে চুরি হয়েছে।
তখন ফিরে এসে দেখি আমার ঘরের একটি দরজা ভেতর থেকে বন্ধ। দরজা খুলে দেখি ঘর এলোমেলো।
আমার ঘর থেকে আনুমানিক ৮ লক্ষ টাকা নগদ এবং ১০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।
মহিউদ্দিন তামান্নার মা আকলিমা বেগম বলেন, রাত ৩টার দিকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে দেখি ঘরে জিনিসপত্র ছড়ানো ছিটানো। তখন বুঝতে পারি চোর ঢুকেছে।
আরেক ভুক্তভোগী আশরাফ আলীর স্ত্রী রুমানা বলেন,সকালে একজন জানালা খোলা দেখে আমাকে ডাক দেয়।
ঘরে ঢুকে দেখি সবকিছু এলোমেলো হয়ে আছে। ঘরে রাখা ২০ হাজার টাকা চুরি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম বলেন,আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রাথমিকভাবে কিছু আলামত সংগ্রহ করেছি।
চুরির ঘটনার তদন্ত চলছে। খুব দ্রুতই অভিযুক্তদের শনাক্ত করতে আমরা কাজ করছি।
এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, গ্রামে রাত্রিকালীন নিরাপত্তা জোরদার করা হোক এবং দ্রুত চোরদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
https://slotbet.online/