বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুযোগ্য মহা-পরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আনসার-ভিডিপির সদস্যরা আত্মসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোকে আনসার-ভিডিপি কাঠামোতে সম্পৃক্ত করা হলে তা জাতীয় নিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আনসার ও ভিডিপির প্রশিক্ষণ শুধু আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে না বরং উদ্যোক্তা গড়ে তোলার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে।
দেশের যেকোনো ক্লান্তিকালে এবং আত্মসামাজিক উন্নয়নে আনসার-ভিডিপি সদস্যরা সবসময় জনগণের সাথে একত্র হয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। তিনি
বুধবার বিকেলে রংপুর ও দিনাজপুর প্রশিক্ষণার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদানকালে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- রংপুর রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন ও রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলামসহ ৮ জেলার জেলা কমান্ডেন্ট এবং আনসার-ভিডিপির উপজেলা কর্মকর্তাবৃন্দ।
এ সময় মহা-পরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ দিনাজপুরের সাঁওতাল সম্প্রদায়ের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও কৃতিত্বপূর্ণ অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এর আগে তিনি রংপুরে মাহিগঞ্জে চলমান ২৮ দিনব্যাপী ‘আনসার-ভিডিপি ইউথ লিডারশিপ কোর্স-২০২৫’ চলমান ‘ইয়ুথ লিডারশিপ অ্যান্ড ডিজিটাল মার্কেটিং’ প্রশিক্ষণ কার্যক্রম প্রত্যক্ষ করেন।
https://slotbet.online/