বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৪টি বিদেশি পিস্তল, গুলিসহ ১১ জনকে আটক করা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে থেকে একটি মাইক্রোবাস তল্লাশি করে এদের আটক করা হয়।
মাইক্রোবাসটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় গাড়িটি তল্লাশি করে ৪টি ৭.৬২ চায়না পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি পাওয়া যায়।
আটক হলো কাউসার আলী (৪৩), মো. মেহেদী হাসান (২৩), আতাউর রহমান (৩০), মো. খোকন বিশ্বাস, (৪৫), খোকন মিয়া (৩৫), আবুল হোসেন (৪৩), মো. ইমদাদুল হক(৩১), জনি মিয়া (২৭), সেলিম শাহ (৩৪), মাসুম পারভেজ (২২) ও প্রসেনজিৎ চন্দ্র দাশ (৩৫)।
আটকদের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায়। তারা বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে।
বাগেরহাট পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১১ দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে।
এসব দুষ্কৃতকারীরা ঝিনাইদহ থেকে আসছিল। তাদের কাছে অস্ত্র ও গুলি ছিল। তাদের হয়ত বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।
https://slotbet.online/