লালমনিরহাটের হাতীবান্ধায় জমিজমা সংক্রান্ত বিরোধে ভাতিজা আবুল হাসেমের দায়ের কোপে চাচা আবু সামার মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের চর ঠ্যাংঝাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চাচা আবু সামার সঙ্গে ভাতিজা আবুল হাসেমের জমি নিয়ে বিরোধ চলছিলে আসছিল।
তারই ধারাবাহিকতায় শুক্রবার কথা-কাটাকাটির এক পর্যায়ে ভাতিজা আবুল হাসেম চাচা আবু সামাকে ধারালো দা দিয়ে কোপ দেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আবু সামার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী জানান,
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আবুল হাসেমের স্ত্রীসহ ২ জনকে আটক করা হয়েছে।
https://slotbet.online/