রাজধানী মিরপুর-১১ নাম্বারের পল্লবীতে ফ্ল্যাটের তালা ভেঙে নগদ ৪ লক্ষ ২৫ হাজার টাকা, স্বর্ণালংকার সহ প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।
রবিবার ২৯ জুন দুপুরে পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১১, ব্লক-বি, লাইন-৭-এর ৭ নাম্বারের বাসার তৃতীয় তলায় সামনের সাইডের ফ্লাটে এই চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ফ্ল্যাটে বসবাসরত মৃত ফজলুর রহমানের স্ত্রী মোছাঃ নাজমা রহমান (৫০) পল্লবী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, মোছাঃ নাজমা রহমান পার্সপোর্টের কাজে সকালে বাসার তালা লাগিয়ে বাইরে যান।
প্রায় পৌনে ১টার দিকে বাসায় ফিরে এসে দেখতে পান তার ফ্ল্যাটের মূল দরজার তালা এবং ভিতরের আলমারির তালা ভাঙা।
তিনি জানান, তার বেডরুমের সেলফে রক্ষিত নগদ ৪,২৫,০০০ টাকা, বাড়ির দুটি দলিল, এবং স্বর্ণের একটি ফুলসেট অলংকার (ওজন সাড়ে চার ভরি, আনুমানিক মূল্য ৭ লাখ টাকা) চুরি হয়ে গেছে।
নাজমা রহমান সন্দেহ প্রকাশ করেছেন, তার বাসার মালিক শরীফুল হক (বাপ্পি) ও তার ছেলে এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।
তিনি অভিযোগ করেন, তাদের গতিবিধি ও পূর্ব আচরণ এই সন্দেহের পেছনে কারণ।
ঘটনার পর পরই পল্লবী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার বা চুরি হওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সন্দেহভাজনদের গতিবিধির উপর ভিত্তি করে তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিনের আলোয় এমন চুরির ঘটনায় ফ্ল্যাটে বসবাসরত বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছে।
https://slotbet.online/