এসএসসি ও সমমানের-২০২৫ সালের ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ফল ঘোষণা করা হয়। ফলপ্রত্যাশীরা সংশ্লিষ্ট ওয়েবসাইটও ক্ষুদেবার্তার মাধ্যমে ফল দেখতে পাবেন।
এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফল নিজেদের মতো করে প্রকাশ করবে।
প্রসঙ্গত, ১০ এপ্রিল ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। গত ১৩ মে পরীক্ষা শেষ হয়েছিল। ১৯ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
বোর্ডগুলো থেকে প্রকাশিত ফল ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র/শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে।
https://slotbet.online/