দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের কাশিপুর এলাকায় আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ভেঙে ফেলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো প্রকার অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এতে নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের জমি ও পরিবেশের ক্ষতি হচ্ছিল।
সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন জানান, নদী থেকে যত্রতত্র বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি। আমরা নিয়মিত তদারকি করছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত নজরদারি চালানোর দাবি জানান।
https://slotbet.online/