জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে সোমবার (১৪ জুলাই) সকালে জাতীয় পার্টি (এরশাদ) পিরোজপুর জেলা শাখার আয়োজনে শহরের সিআই পাড়া সড়কে জাতীয় সাংবাদিক সংস্থা‘র অস্থায়ী কার্যালয়ে এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান হয়।
স্মরণ সভায় জাতীয় পার্টির জেলা শাখার সদস্য সচিব মোঃ বশির আহম্মেদ হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সদস্য তৌনিক উল হক, কাউখালী উপজেলা সভাপতি মো. শহিদুল ইসলাম সোহেল, পৌর কমিটির আহবায়ক মনিরুজ্জামান মাসুম শেখ, আব্দুল রাজ্জাক ও মো. মোতালেবসহ জেলা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে” গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নয় বছরের সফল রাষ্ট্রনায়ক ও সাবেক সেনাপ্রধান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ তার জীবনী ও কর্মকান্ড নিয়ে স্মরণ সভায় আলোচনা করা হয়।
তার দলকে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, জেলা ও উপজেলা কমিটি নতুন করে সদস্য বৃদ্ধির জন্য এবং হাইব্রিড বাদদিয়ে দূর্দিনের কর্মীদের মুল্যয়ন করা এবং যাদেরকে রাজপথে পাওয়া যাবে তাদের দিয়ে দলকে সংগঠিত করার জোরালো দাবি জানানো হয় এ সভায়।
https://slotbet.online/