খুলনার পাইকগাছায় বৃষ্টি উপেক্ষা করে উৎসব মুখর পরিবেশে পৌরসভার ৬টি ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে ভোটাররা ব্যালটের মাধ্যমে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন।
পাইকগাছা প্রেসক্লাবে দুপুর ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রত্যেক ওয়ার্ডে ৭১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রদান করেন।
নির্বাচিতরা হলেন, ৩নং ওয়ার্ড সভাপতি আব্দুল করিম, সম্পাদক শাহাদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল গাজী।
৪ নং ওয়ার্ড সভাপতি জাকির হোসেন, সম্পাদক তুষার সরদার, সাংগঠনিক সম্পাদক বাবু মন্ডল।
৬ নং ওয়ার্ড সভাপতি অ্যাড. সরদার সুবেহ সাদিক, সম্পাদক শাহীনুর রহমান ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।
৭ নং জিএম রফিকুল ইসলাম, সম্পাদক ইব্রাহিম মোল্যা ও সাংগঠনিক সম্পাদক মামুন ইসলাম।
৮নং ওয়ার্ড সভাপতি কাইয়ুম সরদার, সম্পাদক আল আমিন মোড়ল ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান।
৯নং ওয়ার্ড সভাপতি ওবায়দুল ইসলাম ডালিম, সম্পাদক রাসেল শেখ ও সাংগঠনিক সম্পাদক রাজু গাজী।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাংবাদিক জিএম মিজানুর রহমান।
অন্যান্য কমিশনাররা হলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রনব কান্তি মন্ডল, সাবেক ছাত্রনেতা প্রভাষক শেখ আবু সাঈদ, অ্যাড. ইকরামুল হক। পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু,
উদ্বোধক ছিলেন, যুগ্ম আহ্বায়ক মোল্যা খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, অ্যাড. মোমরেজুল ইসলাম এনামুল হক সজল, ডা. আব্দুল মজিদ ও এসএম ইমদাদুল হক। এসময় উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি ও পৌর কমিটি দায়িত্বরত নেতারা উপস্থিত ছিলেন।
গত ১০ জুলাই বাকি ৩টা ওয়ার্ডে সম্মেলন অনুষ্ঠিত হয়।
https://slotbet.online/