সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে পিরোজপুর পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়র প্রদক্ষিণ করে জেলা বিএনপি’র কার্যালয় গিয়ে শেষ হয়।
এসময় পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ তহিদুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাজী নাছির উদ্দির মোল্লা,
জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
এসময় জামায়েত ইসলামীর সমালোচনা করে প্রধান অতিথি বলেন, আপনারা ধর্ম ব্যবসায়ি, ইসলামের নাম বেচে খাবেন না।
আমরাও মুসলমান, আমরা তো ধর্ম ব্যবসা করে খাইনা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই দলটি এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল।
এদেশের মানুষকে হত্যা করেছিল, লুটতরাজ করেছিল। কিন্তু আজ পর্যন্ত এই দলটি এদেশের মানুষের কাছে ক্ষমা চায়নি।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের সময় এই দলটি আত্মগোপনে থেকে টিকে ছিল।
অথচ বিএনপি’র নেতাকর্মীরা মাঠে পরিচয় দিয়েই রাজনীতি করেছে। রাজনীতির মাঠে টিকতে না পেরে তারা পতিত আওয়ামী লীগের সাথে জোট বেঁধে বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে।
জামায়াত ও আওয়ামী লীগকে মাঠে প্রতিহত করার জন্য বিএনপি’র নেতাকর্মীরা প্রস্তুত।
এছাড়া সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান নেতৃবৃন্দ।
https://slotbet.online/