পটুয়াখালীর মির্জাগঞ্জ ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সেনাবাহিনীর অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে।
মাঙ্গলবার রাত সাড়ে দশটায় মেজর রাশেদের (৪৪ বীর) নেতৃত্বে পটুয়াখালী আর্মি ক্যাম্পের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
সেনা গোয়েন্দাদের গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ট্রলারে যাত্রী ও যানবাহনের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মশিউর রহমান, জসিম খলিফা, পান্না মিয়া ও জসিম শিকদারকে আটক করা হয়।
জেলা পরিষদ থেকে নির্ধারিত ভাড়া মোটরসাইকেল প্রতি ১৭ টাকা ও যাত্রী প্রতি ১৫ টাকা হলেও আদায় করা হচ্ছিল ৫০ টাকা করে। রিকশার ক্ষেত্রেও ১৫ টাকার স্থলে ৩০০ টাকা পর্যন্ত নেওয়া হয়।
আটককৃতদের পটুয়াখালী সদর থানার এএসআই কমল বর্মণের কাছে হস্তান্তর করা হয়েছে।
https://slotbet.online/