মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২০৬ অর্থ বছরের ৫৫ কোটি ৫৭ লক্ষ ৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার পৌরসভার মহসিন অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা করেন শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন।
প্রস্তাবিত বাজেটে উন্নয়ন খাতে ৩১ কোটি ৯ লক্ষ ও রাজস্ব খাতে ২৪ কোটি ৪৮ লক্ষ ৫ হাজার টাকা আয় ধরা হয়েছে। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫৫ লক্ষ ৯৩ হাজার ৩৪ টাকা।
বাজেটে পৌরসভার পানি সরবরাহে ২ কোটি ৯২ লক্ষ ৪০ হাজার, স্বাস্থ্য ও স্যানিটেশনে ২ কোটি ১২ লক্ষ, ডেঙ্গু, করোনা ভাইরাস ও নালা নর্দমা পরিস্কারে ১ কোটি ৯৭ লক্ষ ও সংস্থাপন ব্যয় ৮ কোটি ১০ লক্ষ ১৮ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া শিক্ষায় ২০ কোটি, যানজট নিরসনে ১৪ লক্ষ, সড়কবাতি উন্নয়নে ১০ লক্ষ, জরুরী ত্রান খাতে ২০ লক্ষ, নারী উন্নয়ন ৩ লক্ষ ৫০ হাজার, প্রশিক্ষণ ৫ লক্ষ, খেলাধুলা ও সংস্কৃতি ৫ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ রয়েছে।
বাজট ঘোষনা অনুষ্টানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুশীল সমাজ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
https://slotbet.online/