কুমিল্লার চান্দিনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার যাত্রাবাড়ী ও উত্তরা থানার একাধিক হত্যা মামলার আসামি চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মোঃ মফিজুল ইসলামকে (৫৫) গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে চান্দিনা পৌরসভার মহারং পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত
মফিজুল ইসলাম ২০১৬ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে চান্দিনা পৌরসভার মেয়র নির্বাচিত হন এবং ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
ছাত্রজীবনে ১৯৮৬ সালে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতিতে যুক্ত হন তিনি।
পরবর্তীতে উপজেলা যুবলীগের নেতৃত্বে আসেন এবং ১৯৯৯ সাল থেকে চান্দিনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
https://slotbet.online/