যশোর জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে যশোরের অভয়নগরে বিদেশি পিস্তল ও গুলিসহ মেহেদী হাসান হৃদয় খান নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এসময় তার ৩ সহযোগীকেও আটক করা হয়।
বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলার নওয়াপাড়া ড্রাইভারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটক অন্যরা হলেন ড্রাইভারপাড়ার নেছার উদ্দিনের পুত্র বিল্লাল হোসেন, বুইকরা গ্রামের হুরাইরা এবং কলাগাছি গ্রামের মিন্টু।
যশোর ডিবি পুলিশের সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জরুল হক ভূঁইয়া গণমাধ্যমকে জানান,
নওয়াপাড়া পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান হৃদয় খান একাধিক মামলার আসামি।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির মুরগির খোপ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়।
হৃদয়ের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে আরও ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
আটকৃতরা নওয়াপাড়া পৌর কৃষকদল নেতা তরিকুল ইসলাম হত্যা মামলার সন্দেহভাজন বলে জানায় ডিবি।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থ প্রক্রিয়াধীন।
https://slotbet.online/