সাতক্ষীরার শ্যামনগরে “দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সদস্যদের মধ্যে ঋণ সহায়তা হিসেবে চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে শ্যামনগর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ।
শ্যামনগর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রণী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম-নিবন্ধক মোঃনূরুন্নবী।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা সমবায় কর্মকর্তা মোঃ সেলিম আখতার।
অনুষ্ঠানে জানানো হয়, উপজেলার আদি যমুনা প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ এবং সুন্দরবন প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ এর মোট
১০০ জন নির্বাচিত সুবিধাভোগীর প্রত্যেকে উন্নত জাতের বকনা বাছুর ক্রয়ের জন্য ২ লক্ষ টাকা করে ঋণ সহায়তা পেয়েছেন। বক্তারা বলেন,
এ উদ্যোগের মাধ্যমে উপজেলার দুগ্ধ উৎপাদন বাড়বে এবং ক্ষুদ্র খামারিরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।
https://slotbet.online/