ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের( ২০২১-২২) শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহর মৃত্যুর ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
কমিটিতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেনকে আহ্বায়ক করা হয়েছে। অন্য সদস্যরা হলেন শাহ আজিজুর রহমান হলের অধ্যাপক ড. এ টি এম
মিজানুর রহমান, লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আরিফুজ্জামান খান, আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. খাইরুল ইসলাম।
কমিটিকে আগামী ১০ (দশ) কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে তার মৃত্যুর বিষয়টি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে শহীদ জিয়াউর রহমান হল প্রশাসন। হলটির প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
হল কমিটিতে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী আহ্বায়ক, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারি সদস্য ও আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আ.ম.ম. নুরুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর
থেকে নিহত সাজিদ আব্দুল্লাহর লাশ উদ্ধার করা হয়। তিনি শহীদ জিয়াউর রহমান হলে থাকতেন। সাজিদ টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার মুহাম্মদ আহসান হাবিবুল্লাহর পুত্র।
https://slotbet.online/