• শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: মিয়া গোলাম পরওয়ার হাতীবান্ধা পুলিশের অভিযান: ১ কেজি গাঁজা সহ মহিলা গ্রেফতার খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার ডুমুরিয়ার মুহাম্মদ আল-আমিন দূর্নীতি করেই কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কে এই রেদোয়ান? ঢাকা মেট্রোপলিটন পুলিশের জুলাই-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি হলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ সহ ৭ কর্মকর্তা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ‎নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ চিত্রশিল্পী সুলতানের ১০১ তম জন্মদিন পাইকগাছায় তালগাছ রোপন কর্মযজ্ঞের উদ্বোধন করলেন বাংলাদেশ সংবাদ সংস্থার সুযোগ্য চেয়ারম্যান আনোয়ার আলদীন
নোটিশ
মুক্ত বাংলাদেশ পরিবারে স্বাগতম

পাবেন বেতন ভাতা: ফিরে পাবেন চাকরি ও

স্টাফ রিপোর্টারঃ / ৭০ বার পঠিত হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

‎জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জোর করে পদত্যাগ করানো হয় অধ্যক্ষ বা প্রধান শিক্ষকসহ বেশ কয়েকজনকে।

এ নিয়ে গণমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সেই শিক্ষকদের বিষয়ে এবার ব্যবস্থা নিচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

‎সোমবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষকদের জোর করে পদত্যাগের পেছনে তাদের

বিরুদ্ধে যৌক্তিক অভিযোগের তদন্ত প্রতিবেদন আইন ও বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকের বেতন-ভাতা চালু থাকবে মর্মে নির্দেশনা দেওয়া হয়েছে।

‎এ ছাড়া জোর করে পদত্যাগ করা শিক্ষকদের বন্ধ বেতনভাতা যাদের চালু হয়েছে এবং যাদের এখনো বন্ধ রয়েছে তাদের তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য বলা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে।

‎শিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, অভিযোগের তদন্তে প্রমাণ না মিললে বেতনের পাশাপাশি সেইসব শিক্ষকরা তাদের চাকরিও ফিরে পাবেন।

এর আগে বলা হয়েছিল জোর করে পদত্যাগ, বহিষ্কৃত ও পলাতক শিক্ষকদের তথ্য গোপনকারী প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে

এসব শিক্ষকের তথ্য ১৩ মে-এর মধ্যে সফট কপি ও হার্ডকপি পাঠানোর জন্য বলা হয়েছে। এ-সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানকে পাঠানো হয়েছে।

‎পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের বেতন-ভাতা নিয়মিত রাখতে ১৪ ও ২০ জানুয়ারি স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পৃথক দুটি নির্দেশনা দেয় শিক্ষা

মন্ত্রণালয়। যেখানে মন্ত্রণালয় থেকে শিক্ষা অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারদের জানানো হয়, জোরপূর্বক পদত্যাগের পেছনে যাদের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ

রয়েছে তাদের বিষয়ে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্ত হয়।

‎তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মন্ত্রণালয় যথাযথ নির্দেশনা জারি করবে। তদন্ত প্রতিবেদন আইন ও বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকের বেতন-

ভাতা চালু থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের এই নির্দেশনা বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর না হওয়ায় বিভিন্ন সময়ে শিক্ষক-কর্মচারীরা দাবি জানিয়ে আসছিলেন কর্মস্থলে ফেরা ও বেতন-ভাতা চালুর ব্যাপারে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর

সাম্প্রতিক মন্তব্যসমূহ

https://slotbet.online/