পিরোজপুর জেলার সকল থানায় অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
সোমবার থেকে বরিশাল রেঞ্জের পিরোজপুরের ৭টি থানায় একযোগে এই সুবিধা চালু করা হয়েছে।
প্রধান উপদেষ্টার নির্দেশনায় বাংলাদেশ পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই অনলাইন জিডি ব্যবস্থা চালু করা হয়েছে।
ফলে এখন আর থানায় সশরীরে না গিয়ে ঘরে বসেই সকল ধরনের জিডি করা যাবে।
পূর্বে অনলাইনে শুধু হারানো বা প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত। কিন্তু এখন থেকে হুমকি, নিখোঁজ, পারিবারিক দ্বন্দ্ব, প্রতারণা বা অন্যান্য যে কোনো বিষয়ে সাধারণ ডায়েরি অনলাইনে করা যাবে।
এজন্য প্লে-স্টোর থেকে “অনলাইন জিডি” (অ্যাপ লিংক: https://play.google.com/store/apps/details?id=com.opus_bd.lostandfound) অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন করতে হবে।
এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করলেই সংশ্লিষ্ট থানায় জিডি জমা হবে।
জিডি করার পর আবেদনকারীর মোবাইলে এসএমএসের মাধ্যমে তদন্তকারী কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর জানিয়ে দেওয়া হবে।
সেইসঙ্গে, অনলাইনের মাধ্যমে জিডির অগ্রগতি (ড্রাফট, তদন্তাধীন, নিষ্পত্তিকৃত ইত্যাদি) ঘরে বসেই দেখা যাবে।
এ বিষয়ে পিরোজপুর জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার(এসপি) খাঁন মুহাম্মদ আবু নাসের গণমাধ্যমকে জানান,
“অনলাইন জিডি চালুর ফলে সাধারণ মানুষ এখন আরও সহজে ও দ্রুত পুলিশের সেবা নিতে পারবে। সময়, শ্রম এবং ভোগান্তি কমবে। এ সেবার মাধ্যমে জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।”
পিরোজপুর জেলার ৭টি থানায় এই যুগান্তকারী উদ্যোগে পুলিশি সেবা আরও সহজ, প্রযুক্তিনির্ভর ও জনগণমুখী হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।
https://slotbet.online/